We offer immigration help for

Canada Express Entry

এক্সপ্রেস এন্ট্রি হল কানাডিয়ান ইমিগ্রেশনের জন্য নতুন নির্বাচন ব্যবস্থা, কানাডায় অভিবাসনের জন্য দক্ষ

Canada RNIP

কানাডা সরকার ২০১৯ সালে রুরাল ও নর্দার্ন ইমিগ্রেশন পাইলট (RNIP) প্রোগ্রাম চালু করেছে।

Canada AIP

কানাডায় যারা স্থায়ী হতে চান, তাদের জন্য চমৎকার একটি প্রোগ্রাম আটলান্টিক ইমিগ্রেশন পাইলট (AIP)।

Canada Business

কানাডায় ব্যবসা করতে ইচ্ছুক বিদেশীদের জন্য প্রচুর সুযোগ দেয়। প্রতি বছর, হাজার হাজার উচ্চাভিলাষী ব্যবসায়ীরা আমাদের উপকূলগুলিকে অনুগ্রহ করে এবং আপনি তাদের মধ্যে থাকতে পারবেন না এমন কোনও কারণ নেই৷

Canada Work Visa

কানাডায় কাজ করুন অস্থায়ী ভিত্তিতে কানাডায় কাজ করতে ইচ্ছুক বিদেশী নাগরিকদের সাধারণত ওয়ার্ক পারমিটের প্রয়োজন হয়। দুটি প্রধান প্রোগ্রাম যার মাধ্যমে ওয়ার্ক পারমিট জারি করা হয়।

Canada Provincial Nomination Program

প্রাদেশিক মনোনয়নের প্রোগ্রাম (PNP)

নিম্নলিখিত প্রদেশ এবং অঞ্চলগুলি পিএনপির অন্তর্ভুক্ত:

Alberta

Manitoba

Newfoundland and Labrador

Ontario

Saskatchewan

British Columbia

New Brunswick

Nova Scotia

Prince Edward Island

ক্যুইবেক প্রদেশ পিএনপিতে অংশ নেয় না। তাদের পয়েন্ট সিস্টেমটি কানাডার অন্যান্য প্রাদেশিক মনোনয়নের প্রোগ্রাম (PNP) থেকে আলাদা।

Canada Alberta

কানাডার সবচেয়ে সুন্দর, প্রাচীন প্রদেশগুলির মধ্যে একটি হ’ল আলবাটা! এর প্রাকৃতিক সৌন্দর্য বিখ্যাত, ক্যালগারি এর বৃহত্তম শহর, আপনি যদি কানাডিয়ান অভিবাসন নিয়ে পরিকল্পনা করেন এবং কানাডার স্থায়ী উচ্চমানের জীবনযাত্রার সাথে শান্ত জায়গায় থাকতে চান, আপনি আলবাটাকে বিবেচনা করতে পারেন অভিবাসন!

Canada MPNP

যারা অতি দ্রুত কানাডায় যেতে ইচ্ছুক, তারা এখনই আবেদন করতে পারেন মেনিটোভা প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রামে। যাতে নুন্যতম ৫.৫ আইইএলটিএস হলেই হবে এবং ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকলেই হবে। তাছাড়া টেক্সটাইল,এগ্রিকালচার, গার্মেন্টস, ম্যানুফেকচারিং, মার্চেনডাইজিং, কোয়ালিটি কন্ট্রোল, সাপ্লাই চেন ইত্যাদি পেশায় যারা যুক্ত আছেন, তারা নুন্যতম আইইএলটিএস ৫ তুলতে পারলেই দ্য মডার্ন কমিউনিটি ড্রাইভেন ইমিগ্রেশন ইনিশিয়েটিভ প্রোগ্রামের মাধ্যমে কানাডায় স্থায়ী হতে পারবেন। এটি মূলত মেনিটোভা প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রামের আওতায় নির্দিষ্ট এলাকার জন্য নির্ধারিত প্রোগ্রাম। এছাড়া মেনিটোবা প্রভিন্স এক্সপ্লোরেটরি ট্রিপ/রিক্রুটমেন্ট মিশন প্রোগ্রামটিও চালু রয়েছে।

Canada BCPP

আইইএলটিএস এ ৫.৫ সহ ২ বছর কাজের অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিরা শুধু গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলেই কানাডার এই প্রদেশে বসবাসের আবেদন করতে পারবেন। এই প্রোগ্রাম চারটি ক্যাটাগরিতে বিভক্ত। এগুলো হলো :

১) এক্সপ্রেস এন্ট্রি বিসি-স্কিলড ওয়ার্কার,
২) ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট এবং স্কিল ইমগ্রেশন,
৩) স্কিলড ওয়ার্কার,
৪) এন্ট্রি লেভেল সেমি স্কিলড।

Canada SINP

সাসকাচেওয়ান (Saskatchewan) কানাডার সবচেয়ে সমৃদ্ধশালী প্রদেশ। এখানে কিছু বিশেষ পেশাজীবী চাইলেই অতি সহজে স্থায়ী নাগরিকত্ব নিতে পারেন। আপনি যদি কম্পিউটার সিস্টেম ইঞ্জিনিয়ার বা অ্যানালিস্ট হন, অথবা এনজিও কর্মকর্তা/সোশ্যাল ওয়ার্কার/প্রজেক্ট ম্যানেজার বা কৃষি ব্যবস্থাপক/কৃষি কর্মকর্তা তাহলে এ প্রদেশে অভিবাসনের সুযোগ নিতে পারেন। এজন্য কেবল প্রয়োজন হবে ২ বছরের কাজের অভিজ্ঞতাসহ ন্যুনতম ৫.৫ আইইএলটিস স্কোর। সাপ্লাই চেইন, পারচেজ ম্যানেজার, মার্টেনডাইজার, গণিত বা পরিসংখ্যানবিদ অথবা সিভিল ও ম্যাকানিকাল ইঞ্জিনিয়ার হলেও এপ্র্রোগ্রামের সুযোগ নিতে পারেন। এক্ষেত্রে অবশ্যই আপনাকে গ্রাজুয়েট হতে হবে।

Canada NBPNP

আপনি এক্সপ্রেস এন্ট্রি লেবার মার্কেট স্ট্রিম এর মাধ্যমে এই প্রোগ্রামটিতে আবেদন করতে পারবেন। সিআইসি এর এক্সপ্রেস এন্ট্রি সিসটেম এর মাধ্যমে মূলত কানাডার এই প্রভিন্সটি তাদের লেবার মার্কেটের চাহিদা পূরণ করে থাকে। আইটি প্রফেশন এর লোকজনের জন্য প্রোগ্রামটি খুবই চমৎকার।

এছাড়া প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড পিএনপি, নোভা স্কোটিয়া প্রভিনশিয়াল প্রোগ্রাম, অনটারিও প্রভিনশিয়াল নামিনি প্রোগ্রাম এর আওতায়ও কানাডা অভিবাসন করা যাবে।

এই অভিবাসন প্রত্যাশীদের একটি উল্লেখযোগ্য অংশ এশিয়ার। বাংলাদেশিরাও কিছু সহজ নিয়ম অনুসরণ করে এ সুযোগ নিতে পারেন। আপনি যদি কানাডা মাইগ্রেট করার পরিকল্পনা করেন, তাহলে এক্সিওম এর ইমিগ্রেশন এক্সপার্ট এর মাধ্যমে আপনার স্কোপগুলি মূল্যায়ন করতে যোগাযোগ করুন। এক্সিওম আপনাকে মাইগ্রেশন প্রোগ্রাম নির্বাচন, ডকুমেন্টেশন প্রস্তুতি, প্রসেসিং সময়, সিস্টেম, মাইগ্রেশন প্রোগ্রামের প্রয়োজনীয় বিষয় গুলো সম্পর্কে সহায়তা করবে।