পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধিশালী দেশগুলোর একটি কানাডা। কানাডা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ- সেরা শিক্ষা, একটি স্থিতিশীল অর্থনীতি, নিরাপত্তা, সমতা এবং বিশ্বের সবচেয়ে অভিবাসী-বান্ধব জাতি। কানাডায় বসবাস, কাজ ও স্থায়ী নাগরিকত্বের জন্য ৬০টিরও বেশি ইমিগ্রেশন প্রোগ্রামে আবেদন করা যায় ।
প্রফেশনালদের জন্য অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। তার মধ্যে অন্যতম হলো ফেডারেল ও কুইবেক স্কিল্ড প্রোগ্রাম, প্রভিন্সশনাল নমিনি প্রোগ্রাম, কানাডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাস, ফেডারেল সেলফ এমপ্লয়েড প্রোগ্রাম। এছাড়া রয়েছে ফ্যামিলি ক্লাস স্পন্সরশিপ প্রোগ্রামস। কানাডায় সর্বাধিক সংখ্যক আবেদনকারীএফএসডব্লিউ অ্যান্ড এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামে আবেদন করছে।
কানাডার ১১টি প্রদেশে অভিবাসনের সুযোগ দেওয়া হচ্ছে প্রচলিত বিভিন্ন প্রোগ্রামের আওতায়। এগুলোর ভেতর আবেদনকারীদের পছন্দের শীর্ষে রয়েছে এফএসডাব্লিই (FSW) ও এক্সপ্রেস এন্ট্রি (Express Entry) প্রোগ্রাম। তাছাড়া বিপুলসংখ্যক লোকজন বিভিন্ন প্রভিনশিয়াল নামিনেশন প্রোগ্রাম (PNP) এর মাধ্যমেও কানাডায় পাড়ি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এছাড়া ফ্যামিলি স্পন্সরশিপ ও সেলফ এমপ্লয়েড ক্যাটাগরিতেও দেশটিতে অভিবাসনের সুযোগ নেওয়া যাচ্ছে।
কানাডা সরকার এ বছরই রুরাল ও নর্দার্ন ইমিগ্রেশন পাইলট (Rural and Northern Immigration Pilot) প্রোগ্রাম চালু করেছে। আইইএলটিএস 4.0, HSC পাশ ও ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে, এই প্রোগ্রামে আবেদন করতে পারবেন।

কানাডা সরকার ২০১৯ সালে রুরাল ও নর্দার্ন ইমিগ্রেশন পাইলট (Rural and Northern Immigration Pilot) প্রোগ্রাম চালু করেছে। আইইএলটিএস 4.0, HSC পাশ ও ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে, এই প্রোগ্রামে আবেদন করতে পারবেন। কানাডার অন্যান্য ভিসা প্রোগ্রামের তুলনায় এই প্রোগ্রামের শর্তাবলী তুলনামূলক সহজ হওয়ায় এখানে বিপুল সংখ্যক বাংলাদেশি নাগরিক আবেদন করতে পারবেন।

উচ্চ-দক্ষ কর্মীদের চাহিদা কানাডা জুড়ে অব্যাহত রয়েছে এবং তাই, ১ জানুয়ারী, ২০১৫, কানাডা সরকার এক্সপ্রেস এন্ট্রি চালু করে। এটি একটি নতুন কানাডিয়ান ইমিগ্রেশন সিস্টেম যা নীচের প্রোগ্রামগুলির জন্য খুব দ্রুত কানাডার স্থায়ী বাসিন্দা (PR) ভিসার জন্য আবেদনের অনুমতি পান:
১) ফেডারাল দক্ষ কর্মী প্রোগ্রাম (FSWP);
২) ফেডারাল দক্ষ ট্রেডস প্রোগ্রাম (FSTP); এবং
৩) কানাডিয়ান অভিজ্ঞতা শ্রেণি (CEC) প্রোগ্রাম।
প্রাদেশিক মনোনীত প্রোগ্রাম (পিএনপি) এক্সপ্রেস এন্ট্রি কানাডিয়ান ইমিগ্রেশন (Express Entry) সিস্টেম দ্বারা প্রভাবিত হয়। কানাডা জুড়ে যে সমস্ত প্রদেশ এবং অঞ্চলগুলি দক্ষ দক্ষ বিদেশী কর্মীদের সন্ধান করছে তারা এক্সপ্রেস এন্ট্রি প্রার্থীদের প্রোফাইল পর্যালোচনা করতে সক্ষম, যারা কানাডিয়ান সরকারের জব ব্যাঙ্কের সাথে নিবন্ধন করে এবং প্রাদেশিক মনোনীত কর্মসূচির জন্য (পিএনপি) দক্ষ বিদেশি কর্মীদের “মনোনীত” করতে পারে তাদের নির্দিষ্ট প্রদেশ বা অঞ্চলটির জন্য প্রতিষ্ঠিত মানদণ্ডগুলি পূরণ করে ।
এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামের প্রসেসিং টাইম আনুমানিক ৯ থেকে ১২ মাস। আইইএলটিএস স্কোর লাগবে ৭.৫এবং বয়স ৩০ এর নিচে ভালো হয়।

কানাডিয়ান সরকার একটি চুক্তি করেছে যার মধ্যে স্থানীয় প্রদেশগুলি তাদের এলাকায় বসতি স্থাপন করতে ইচ্ছুক অভিবাসীদের মনোনীত করতে পারে। প্রাদেশিক মনোনয়নের প্রোগ্রাম (PNP) এর মাধ্যমে ভিসা পাওয়ার জন্য আপনাকে প্রথমে যে প্রদেশে বাস করতে চান তা বেছে নিতে হবে এবং এর মনোনয়নের প্রক্রিয়াটি শুরু করতে হবে। প্রদেশটি এর পরে আপনার আবেদনের অভিবাসনের প্রয়োজনীয়তা এবং সেখানে বসতি স্থাপনের সত্যিকারের উদ্দেশ্যের ভিত্তিতে আপনার আবেদন বিবেচনা করবে। নিম্নলিখিত প্রদেশ এবং অঞ্চলগুলি পিএনপির অন্তর্ভুক্ত:
Alberta
Manitoba
Newfoundland and Labrador
Ontario
Saskatchewan
British Columbia
New Brunswick
Nova Scotia
Prince Edward Island
ক্যুইবেক প্রদেশ পিএনপিতে অংশ নেয় না। তাদের পয়েন্ট সিস্টেমটি কানাডার অন্যান্য প্রাদেশিক মনোনয়নের প্রোগ্রাম (PNP) থেকে আলাদা।
প্রাদেশিক মনোনয়ন প্রোগ্রামগুলির মধ্যে বিভিন্ন ভাগ রয়েছে: দক্ষ কর্মী (পেশাদার); ব্যবসায় অভিবাসন; আধা দক্ষ দক্ষ কর্মী; কৃষক ইত্যাদি । প্রতিটি প্রদেশ বা অঞ্চল এই প্রোগ্রামগুলির একটি পৃথক নির্বাচন প্রস্তাব করে এবং সেই অঞ্চলের নির্দিষ্ট কর্মসংস্থান প্রয়োজনের জন্য প্রতিটি প্রোগ্রাম বিভাগের জন্য তাদের নিজস্ব মানদণ্ড বেছে নেয়।
কানাডার সবচেয়ে সুন্দর, প্রাচীন প্রদেশগুলির মধ্যে একটি হ’ল আলবাটা ! এর প্রাকৃতিক সৌন্দর্য বিখ্যাত, ক্যালগারি এর বৃহত্তম শহর, আপনি যদি কানাডিয়ান অভিবাসন নিয়ে পরিকল্পনা করেন এবং কানাডার স্থায়ী উচ্চমানের জীবনযাত্রার সাথে শান্ত জায়গায় থাকতে চান, আপনি আলবাটাকে বিবেচনা করতে পারেন অভিবাসন!

যারা অতি দ্রুত কানাডায় যেতে ইচ্ছুক, তারা এখনই আবেদন করতে পারেন মেনিটোভা প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রামে। যাতে নুন্যতম ৫.৫ আইইএলটিএস হলেই হবে এবং ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকলেই হবে। তাছাড়া টেক্সটাইল,এগ্রিকালচার, গার্মেন্টস, ম্যানুফেকচারিং, মার্চেনডাইজিং, কোয়ালিটি কন্ট্রোল, সাপ্লাই চেন ইত্যাদি পেশায় যারা যুক্ত আছেন, তারা নুন্যতম আইইএলটিএস ৫ তুলতে পারলেই দ্য মডার্ন কমিউনিটি ড্রাইভেন ইমিগ্রেশন ইনিশিয়েটিভ প্রোগ্রামের মাধ্যমে কানাডায় স্থায়ী হতে পারবেন। এটি মূলত মেনিটোভা প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রামের আওতায় নির্দিষ্ট এলাকার জন্য নির্ধারিত প্রোগ্রাম। এছাড়া মেনিটোবা প্রভিন্স এক্সপ্লোরেটরি ট্রিপ/রিক্রুটমেন্ট মিশন প্রোগ্রামটিও চালু রয়েছে।

আইইএলটিএস এ ৫.৫ সহ ২ বছর কাজের অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিরা শুধু গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলেই কানাডার এই প্রদেশে বসবাসের আবেদন করতে পারবেন। এই প্রোগ্রাম চার ক্যাটাগরিতে বিভক্ত।
এগুলো হলো :
১) এক্সপ্রেস এন্ট্রি বিসি-স্কিলড ওয়ার্কার,
২) ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট এবং স্কিল ইমগ্রেশন,
৩) স্কিলড ওয়ার্কার,
৪) এন্ট্রি লেভেল সেমি স্কিলড।

সাসকাচেওয়ান (Saskatchewan) কানাডার সবচেয়ে সমৃদ্ধশালী প্রদেশ। এখানে কিছু বিশেষ পেশাজীবী চাইলেই অতি সহজে স্থায়ী নাগরিকত্ব নিতে পারেন। আপনি যদি কম্পিউটার সিস্টেম ইঞ্জিনিয়ার বা অ্যানালিস্ট হন, অথবা এনজিও কর্মকর্তা/সোশ্যাল ওয়ার্কার/প্রজেক্ট ম্যানেজার বা কৃষি ব্যবস্থাপক/কৃষি কর্মকর্তা তাহলে এ প্রদেশে অভিবাসনের সুযোগ নিতে পারেন। এজন্য কেবল প্রয়োজন হবে ২ বছরের কাজের অভিজ্ঞতাসহ ন্যুনতম ৫.৫ আইইএলটিস স্কোর। সাপ্লাই চেইন, পারচেজ ম্যানেজার, মার্টেনডাইজার, গণিত বা পরিসংখ্যানবিদ অথবা সিভিল ও ম্যাকানিকাল ইঞ্জিনিয়ার হলেও এপ্র্রোগ্রামের সুযোগ নিতে পারেন। এক্ষেত্রে অবশ্যই আপনাকে গ্রাজুয়েট হতে হবে।

আপনি এক্সপ্রেস এন্ট্রি লেবার মার্কেট স্ট্রিম এর মাধ্যমে এই প্রোগ্রামটিতে আবেদন করতে পারবেন। সিআইসি এর এক্সপ্রেস এন্ট্রি সিসটেম এর মাধ্যমে মূলত কানাডার এই প্রভিন্সটি তাদের লেবার মার্কেটের চাহিদা পূরণ করে থাকে। আইটি প্রফেশন এর লোকজনের জন্য প্রোগ্রামটি খুবই চমৎকার।
এছাড়া প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড পিএনপি, নোভা স্কোটিয়া প্রভিনশিয়াল প্রোগ্রাম, অনটারিও প্রভিনশিয়াল নামিনি প্রোগ্রাম এর আওতায়ও কানাডা অভিবাসন করা যাবে।
এই অভিবাসন প্রত্যাশীদের একটি উল্লেখযোগ্য অংশ এশিয়ার। বাংলাদেশিরাও কিছু সহজ নিয়ম অনুসরণ করে এ সুযোগ নিতে পারেন। আপনি যদি কানাডা মাইগ্রেট করার পরিকল্পনা করেন, তাহলে এক্সিওম এর ইমিগ্রেশন এক্সপার্ট এর মাধ্যমে আপনার স্কোপগুলি মূল্যায়ন করতে যোগাযোগ করুন। এক্সিওম আপনাকে মাইগ্রেশন প্রোগ্রাম নির্বাচন, ডকুমেন্টেশন প্রস্তুতি, প্রসেসিং সময়, সিস্টেম, মাইগ্রেশন প্রোগ্রামের প্রয়োজনীয় বিষয় গুলো সম্পর্কে সহায়তা করবে।
কানাডায় ইমিগ্রেশন এর জন্য আপনার সম্ভাবনাময় প্রোগ্রামটির মুল্যায়ন পেতে নিচের ফরমটি পূরুন করুন।
[smartslider3 slider=”46″]